চৌগাছায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে মতবিনিময় সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা নাগরিক উদ্যোগ ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় অশ্রু মোচন ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চৌগাছা উপজেলা কমিটির সভাপতি প্রকাশ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
অশ্রু মোচনের প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিনের সঞ্চালচনায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চৌগাছা উপজেলা কমিটির উপদেষ্টা সাংবাদিক শ্যামল দত্ত, যুগ্ম সম্পাদক সাধন কুমার দাস, মহিলা বিষয়ক সম্পাদক দীপিকা রাণি দাস, উপজেলা চেয়ারম্যানের সিএ শিমুল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।