চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে বিকেল তিনটার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠান চলছিলো।
চৌগাছা থানা চত্ত¦রে অনুষ্ঠিত ওপেন হাউজ ডেতে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ^াস, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম আহসানুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, ইমাম পরিষদ, সাধারণ কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন স্তরের মানুষের প্রশ্নের জবাব দেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ, স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার দুই থেকে আড়াই হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.