Type to search

চৌগাছায় তিন সন্তানের জননীর আত্মহত্যা

চৌগাছা

চৌগাছায় তিন সন্তানের জননীর আত্মহত্যা

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় আগাছা নাশক খেয়ে সবেজান খাতুন (৪১) নামে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে পরিবার দাবি করেছে। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের রহমত আলীর স্ত্রী।
গত মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে নিজ ঘরে আত্মহত্যা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্য হয়।
প্রতিবেশিরা জানান, পারিবারিক কলহের জেরে গত ১৫ মার্চ নিজের বসত ঘরে আগাছা নাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিন সন্তানের জননী সাবেজান খাতুন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করলেও পরিবারের সদস্যরা খুলনায় না নিয়ে নিজেদের বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি নিতে চৌগাছা থানায় আসলেও তাঁদের লাশ মাটি দেয়ার অনুমতি দেয়া হয়নি।