Type to search

চৌগাছায় তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

জাতীয়

চৌগাছায় তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

শ্যামল দত্ত চৌগাছা ( যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌোগাছায় ৩ দিন ব্যাপি কন্দন ফসলের কৃষি মেলা অনুষ্ঠিত চলছে। মঙ্গলবার (৩জুন) উপজেলা পরিষদ চত্বরে কন্দল ফসল উন্নয়ন আরে প্রকল্পে আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা ভূমি সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস, সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক,স্বরুপদাহ ইউনিয়ন চেয়ারম্যান নুরুল কদর, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষিঅফিসার মুশাব্বির হোসাইন, এ এছাড়া উপস্থিত মৎস্য অফিসার তাছলীমা খাতুম,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম খান উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, বিশ্বজিৎ রায়, রাশেদুল ইসলাম প্রমুখ। কন্দল ফসলের উন্নত জাতের হাইব্রিড লতিকচু স্টোল ম্যাজিম এগ্রো,মুখি কচু স্টাল, গাছ আলু স্টোল, মিষ্টী আলু স্টোল,কৃষকে উন্নত মানের বিভিন্ন সবজির স্টোল দেওয়া হয়। বিভিন্ন উন্নতমানের চারা গাছের স্টোল দেওয়া হয়।