চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় জ্বরের ঔষধ ভেবে কীটনাশক পান করে মোঃ শাওন হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ, হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, শাওনের কয়েকদিন ধরে জ্বর ছিল। বুধবার (১৩অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে সে জ্বরের ঔষধ ভেবে নিজেদের শোয়ার ঘরের খাটের নিচে থেকে কীটনাশক পান করে। এরপর যন্ত্রণায় চিৎকার দিতে থাকলে তাঁর মা জানতে চাইলে সে বলে খাটের নিচ থেকে ঔষধ খেয়েছে। তখন বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকাল পাঁচটায় তাঁকে গ্রামের বাড়ি নেয়া হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.