চৌগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস

চৌগাছা প্রতিনিধি
‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক সাথে’ ¯েøাগানকে ধারণ করে চৌগাছায় জাতীয় স্যানিটেশন মাস-২০২২ এবং হাত ধোয়া দিবস পালন করেছে ওয়েভ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা।
বৃহস্পতিবার (২৭অক্টোবর) বেলা ১১টায় উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের ‘পাতা মহিলা সমিতি’তে এই কর্মসূচি পালনে আলোচনা সভা এবং ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে একসাথে’ ¯েøাগান দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী ফেরদৌসী খাতুন। বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের এ্যাকসেস প্রকল্পের ফিল্ড মনিটর শামীম আজাদ, সিডিও মোঃ রাসেল মিয়া ও তরিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক শ্যামল দত্ত প্রমুখ। ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট ব্যবস্থাপক মোঃ মাসুদ হাবীব উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশ নিয়ম মেনে হাত ধোয়া প্রদর্শন করা হয়।