শ্যামল দত্ত চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। রোববার (২ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে নির্বাচন অফিসে এসে আলোচনা সভায় পরিণত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রকৌশলী তাসমিন জাহান। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম রোমেল। এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ, সেক্রেটারি সহ-অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন ও চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং নতুন ভোটাররা অংশ নেন। পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.