শ্যামল দত্ত,চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের চৌগাছায় জাতীয় পাটির দ্বিবার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌগাছা উপজেলা জাতীয় পাটির উদ্যোগে শহরের বিকে প্লাজা মৃধা মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জাতীয় পাটির আহবায়ক ডাঃ নাজিম
উদ্দীন। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জাতীয় পাটির আহবায়ক আজিজুর রহমান আজিজ। চৌগাছা উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব মকবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জাতীয়
পাটির সদস্য সচিব হাকিম মুফতি ফিরোজ শাহ, বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জাতীয় পাটির যুগ্ম-আহবায়ক মিনহাজুল আরেফিন, নজরুল ইসলাম এম এ হালিম। বক্তৃতা করেন ঝিকরগাছা উপজেলা জাতীয় পাটির আহবায়ক রেজাউল
ইসলাম, যশোর উপজেলা জাতীয় পাটির নেতা প্রণব রায়, শফিকুল ইসলাম শনু, যশোর জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, উজ্জল হোসেন প্রমুখ। এ সম্মেলনে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর সভা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী
উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে উপস্থিত নেতা কর্মীদেও মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য চৌগাছা উপজেলা জাতীয় পাটির ডাঃ নাজিম উদ্দীনকে সভাপতি ও মকবুল
হোসেনকে সাধারণ-সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.