চৌগাছায় জাতীয় বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ রাখার জন্য সম্মলিত সংস্কৃিতিক জোটের মানববন্ধন

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় উপজেলা সম্মলিত সাংস্কৃতিক জোটের জাতীয় বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ রাখার জন্য বনববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১জুন) বেলা ভাস্কর মোড়ে উপজেলা সম্মলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে জাতীয় বাজেটে সংস্কৃতির উপর বরাদ্দ রাখার জন্য মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়,উপজেলা সম্মলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা অধ্যাপক শাহানুর হোসেন, আল্পনা মিশ্র, সহ -সভাপতি বজলুর রহমান, শ্যামল শিকদার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন,সাংগঠনিক সম্পাদ নাজমা আক্তার শিমু, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, প্রচার সম্পাদক আনন্দ মোহন,নির্বাহী সদস্য শওকত মন্ডল, ছায়াপথ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক অরুপ রায়, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।