চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আমির হোসেন (৫০) ও পপি খাতুন (৪৫) নামে স্বামী-স্ত্রী মারপিটের স্বীকার হয়েছে। আমির হোসেন উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের আনছার আলী মোল্লার ছেলে। তার বর্তমানে চৌগাছা হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার দুপুর বারোটার দিকে মাঠচাকলা গ্রামের নিজ বাড়িতে এসে তাদের মারপিট করে একই গ্রামের চাঁদ আলী মোল্লার ছেলে নজরুল আলী মোল্লা, তার ছেলে উজ্জল (২৭), খোকন (২২) এবং নজরুলের স্ত্রী রুমা বেগম (৪৫)।
হাসপাতালে আমির হোসেন সাংবাদিকদের জানান, জমিজমা কেন্দ্র করে প্রতিবেশি নজরুল আলী মোল্লার সাথে পূর্ব বিরোধ রয়েছে। এর সূত্রধরে মঙ্গলবার বেলা বারোটার দিকে আমার বাড়িতে এসে কথাকাটাকাটির একপর্যায়ে উদ্দেশ্যমূলকভাবে আমি ও আমার স্ত্রীকে ধারলো দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে মারপিট করে। এতে আমরা উভয়েই আহত হই। পরে প্রতিবেশিদের সহায়তায় আমরা চৌগাছা থানায় গেলে সেখান থেকে পুলিশ আমাদের হাসপাতালে পাঠায়। তিনি বলেন এখান থেকে একটু সুস্থ হলে আমরা থানায় লিখিত অভিযোগ দেব।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.