শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় জমি-জমার ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৩জন আহত হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই আছিয়া বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আহতরা হলেন, উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের আব্দুল খালেকের তিন সন্তান মতিয়ার রহমান (৫৮), লিটন মিয়া (৪৫) ও আছিয়া বেগম (৩৫)। আহত মতিয়ার রহমান ও আছিয়া বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত একটি বিষয় নিয়ে আছিয়া বেগমের সাথে বিরোধ চলছিল প্রতিবেশী জালালের। তারই জের ধরে শনিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে আছিয়া বেগমকে মারধর করে অভিযুক্ত জালাল দফাদার। এ ঘটনায় দুপুরেই সাময়িক মিমাংসা করেন স্থানীয়রা। এরপর বিকালে উত্তর মাঠে নিজেদের কাজের উদ্দেশ্যে মাশিলা ইউসুফের মোড়ে পৌছালে সেখানে গাছি দা দিয়ে মতিয়ার রহমানকে মাথায় আঘাত করে ওত পেতে থাকা জালালসহ কয়েকজন। এসময় লিটন মিয়া ঠেকাতে গেলে তাকেও হাতে কোপ মেরে হাত থেকে আঙ্গুল বিচ্ছিন্ন করে দেয় অভিযুক্ত জালাল। এঘটনায় জালাল দফাদারের সাথে তার ভাই হায়দার দফাদার, স্ত্রী ববিতা বেগম, ছেলে সুমন হোসেন ও ভাই অহিদুলের স্ত্রী ঝর্না বেগম ছিলেন বলে জানান ভুক্তভোগীরা। তারা জানান, হামলার পরপরই আহত মতিয়ার রহমান ও লিটন মিয়াকে হাসপাতালে নিয়েন আসেন স্থানীয়রা। সেখানে লিটন মিয়ার অবস্থা গুরুতর বুঝে তাকে যশোরে প্রেরন করেন চৌগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আহত লিটন মিয়া বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তিরত আছেন। চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই জারফিন খাতুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার রাতেই মামলার প্রধান আসামী জালাল দফাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.