চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে তৃতীয় স্থান অর্জনকারী প্রার্থী শামীম রেজা খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। এ পর্যন্ত তিনি ৫শ পরিবারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পৌছে দিয়েছেন গত ১৩ এপ্রিল থেকে নিজ অর্থায়নে পর্যায়ক্রমে চৌগাছা সদর ইউনিয়নের বেড় গোবিন্দপুর, দিঘলসিংহা, কয়ারপাড়া, চাঁদপুর, মন্মথপুর ও লস্কারপুর গ্রামগুলিতে রাতের আধারে এই খাদ্য সহায়তা পৌছে দেন তিনি। খাদ্য সামগ্রী হিসেবে চাল, আটা, তেল, গোলআলু, চিড়া প্রদান করেছেন।
এসব খাদ্য সহায়তা পৌছে দেয়ার সময় শামীমের সাথে ছিলেন তার বন্ধু কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মনিরুল ইসলাম রকিসহ স্থানীয় গ্রামবাসী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.