Type to search

চৌগাছায় ছাত্রলীগ নেতাসহ পরোয়ানাভূক্ত ১২ আসামী আটক

যশোর

চৌগাছায় ছাত্রলীগ নেতাসহ পরোয়ানাভূক্ত ১২ আসামী আটক

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় উপজেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ১২ আসামীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। রোববার ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানিয়েছেন গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ১২ আসামীকে আটক করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন আব্দুল মজিদ, কামাল হোসেন, আতিয়ার রহমান, মিলন হোসেন, জমির আলী, আরিফ, সোহরাব, রাজু, মজনু, সাজু, ইমরান, ও সাইফুল ইসলাম সুমন। এদের মধ্যে সাইফুল ইসলাম সুমন উপজেলা ছাত্রলীগ নেতা। তারা সবাই উপজেলার বুন্দেলীতলা গ্রামের বাসিন্দা।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন আটককৃতরা সকলেই একটি হত্যা মামলার কাউন্টার মামলার আসামী। তাদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও জানান এই ১২ জনের সাথে নিয়মিত মামলার আসামী মেহেদী ও শামীম রেজা ওরফে রানাকে আদালতে পাঠানো হয়েছে।