চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে উপজেলা ছাত্রলীগের একাংশ।
মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের সকল পক্ষ যশোর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করে। পরে বিকেল চারটায় যশোর থেকে ফিরে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

মিছিল ও শ্রদ্ধাঞ্জলি অর্পণে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ, শফিউর রহমান রাথিক মৃধা, ফয়সাল রানা, তাহমিদ শাকিল, সানজিদ কবীর, রানা, সন্দিপ কুমার জয়, রাজিব ঘোষ, পিয়ারুল ইসলাম, সাহাবুদ্দিন, গৌরাঙ্গ কুমার, রাকিব হোসেন, তরিকুল ইসলাম, সৈকত হোসেন, অন্তু, মুন্না প্রমুখ। বিকেল সাড়ে চারটায় আরেকটি মিছিল শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চৌগাছা সদর ইউনয়িন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলামের নেতৃত্বাধীন গ্রæপ। এসময় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিহাদ হোসেন প্রমুখ তাঁর সাথে ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.