চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ছাত্রলীগের উদ্যোগে আগস্ট মাসব্যাপি এক হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আগস্টের শেষ দিনে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে পথচারী, ভ্যান চালক ও ইজিবাইক চালকদের মধ্যে ফলজ, বনজ ও ভেষজ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এর আগে কলো পোশাকে শোক র্যালিও করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজা, রবিউল ইসলাম রুবেল, এইচ এম ফিরোজ, ফয়সাল রানা, শফিউর রহমান রাথিক, সোহেল রানা, তরিকুল ইসলাম, তাহমিদ শাকিল, সন্দিপ কুমার জয়, সাগর হোসেন, হাসিব বিশ্বাস, রাজ, সানজিদ কবীর, জিকো, শাহেদ, তানভীর, আশরাফুল ইসলাম প্রমুখ।
ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ বলেন, প্রধানমন্ত্রীর ‘মুজিব আদর্শে বিশ্বাসীরা ৩টি করে গাছ লাগান’ আহ্বানে সাড়া দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নির্দেশনায় আগস্ট মাসের প্রথম দিন থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে চৌগাছা উপজেলা ছাত্রলীগ। আমরা বিভিন্ন কলেজ ক্যাম্পাসে বনজ, ফলজ ও ভেষজ গাছ রোপণ করেছি। সব মিলিয়ে আমরা এক হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করেছি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.