শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ চৌগাছায় ইজিবাইক চালক রিদয় হোসেন (২১) অজ্ঞান অস্থায় পাওয়া গিয়েছে এবং তার কাছ থেকে ইজিবাইক ছিনতায়।গতকাল শুক্রবার বেলা ১১.৩০ মিনিটে চৌগাছা বাজার হলদি হাটায় মুক্তিযোদ্ধা মার্মেসী সামনে শার্শা উপজেলার বেলতা গ্রমের নুর হোসেনের ছেলে ইজিবাইক চালক রিদয় হোসেন (২১) অজ্ঞান অবস্থায় পাওয়া গেয়েছে। স্থানিয় চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডমিরাল আজিজুর রহমান ও সাংবাদিক শ্যামল দত্ত,আজিজুর রহমান ইজিবাইক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় গঠনা বিবারণে যানা যায় রিদয় কাছে থাকা ইজিবাইক অজ্ঞান পার্টীর কবোলে পরে তার কিছু খাওয়ানোর পর অজ্ঞান হয়ে যায় তখন তার কাছ থেকে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। এবিষয় চৌগাছা হাসপাতালেন কর্তব্য রত ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন চিকিৎসা চলছে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। চৌগাছা থানার ডিইটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক এস আই বিকাস চন্দ্র সরকার বলেন অজ্ঞান পার্টীর কবোলে পরে এক যুবক পাওয়া গিয়েছে তিনি নিজত করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.