চৌগাছায় গ্রামিণ ফোন সেন্টার শুভ উদ্বোধন

চৌগাছা (যশোর) চৌগাছা প্রতিনিধিঃ চৌগাছায় গ্রাশিণ ফোন সেন্টার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গত ১৫ ই নভেম্বার বিকাল ৩ টায় মেইন স্ট্যান্ডে ধনি প্লাজা মাকের্টে গ্রামিণ ফোন সেন্ডার প্রথমে ফিতে ও কেক কেটে শুভ উদ্ধোভন করেন।গ্রামিণ ফোন সেন্টার উদ্ধোভন অনুষ্ঠানে অলোচনা সভায় গ্রামিণ ফোনের ডিস্টিবিউটার আলহাজ্ব মোঃ হাসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়ার নূর উদ্দিন আল-মামুন হিমেল,চৌগাছা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ,গ্রমিণ ফোনের সার্কেল হেড খুলানা বিভাগের এ এস এম হেদায়েদতুল হক,রিজিওয়াল হেড খুলনা ম্যানেজার এ এস এম সালাইউদ্দিন,মার্কেটিং হেড খুলনা গোলাম রসুল,যশোর এরিয়া ম্যানেজার কাজী মেসবাউদ্দিন,যশোর হেড অফ সেল ম্যানেজার ফেরদোসী হাসিন রিমা,চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাস,সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, উপস্থিত ছিলেন উপজেলা টেরিটার ম্যানেজার নাইম উল হাসান উপজেলা গ্রামিণ ফোন সেন্টার ম্যানেজার মাসুদ রানা প্রধান অতিথি বলেন গ্রামিণ ফোন সেন্টার হওয়াতে ঢাকার মানে সুযোগ সুবিধা পাবে ও ঢাকা মানের সেবা পাওয়া যাবে।