Type to search

চৌগাছায় ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা

চৌগাছা

চৌগাছায় ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা

চৌগাছায় ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি
কেউ বানিয়েছে স্মার্ট গাড়ি, ইলেট্রিক গিটার,সয়ংক্রীয় স্প্রিটব্রেকার। কেউ বানিয়েছে স্মার্ট কার। কেউ প্রকল্প তৈরি করেছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। আবার কেউ বানিয়েছে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক  রোবট। খুদে বিজ্ঞানীদের এমন সব বিস্ময় জাগনিয়া উদ্ভাবনের দেখা মিলছে যশোরের চৌগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়।
২০ জানুয়ারি মেলা উদ্ভোধন করা হয়েছে। দুইদিনের এ মেলা চলছে উপজেলা পরিষদ চত্বরে। যেখানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রদর্শন করছে শতাধিক প্রকল্প। মেলা চলবে আজ মঙ্গলবার পর্যন্ত।
উপজেলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক অক্ষম শিশু ওয়াকিমুল ইসলাম রিফাত উদ্ভাবন করেছে সয়ংক্রীয় স্প্রীট ব্রেকার। এর আগে সে প্রতিবন্ধীদের জন্য উদ্ধাবন করেছিল স্মার্ট গাড়ি। এবছর শারীরিব অক্ষম মানুষের জন্য তৈরি করেছে স্মার্ট ব্রেকার। এই ব্রেকার সয়ংক্রীয়ভাবে কাজ করবে বলে দাবী ১০ম শ্রেণির শিক্ষার্থী ওয়াকিমুল ইসলাম রিফাতের।
উপজেলার এবিসিডি কলেজের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছে একটি স্মার্ট রোবট। যা কৃষি ক্ষেতে কীটনাশক প্রয়োগ, অগ্নিনির্বাপকের কাজ করতে সক্ষম। তাদের অন্য একটি প্রজেক্ট হলো স্মার্ট হাউজ। যা ইলেট্রিক সটসার্কিট থেকে সংক্রীয়ভাবে রক্ষা করবে।
এবিসিডি কলেজের শিক্ষার্থীদৈর অন্য একটি উদ্ভাভন। ইলেকক্ট্রিক সাপলাই লাইন প্রোবলেম এন্ড আইডেন্টিফিকেশন নামে যন্ত্রটি স্বয়ংক্রিয় বিদ্যুৎ লাইনের যে কোনো ত্রুটি কন্ট্রোল রুমে বসেই সনাক্ত করতে সক্ষম।
আর এক খুদে শিক্ষার্থীর উদ্ভাবিত স্মার্ট গাড়িতে রয়েছে অত্যাধুনিক পাঁচটি বৈশিষ্ট্য। চালক ঘুমিয়ে গেলে গাড়িটি অটো বন্ধ হয়ে যাবে। গাড়ির লাইট স্বয়ংক্রিয় হায় ও লো হয়ে যাবে। ইমার্জেন্সি সময় আটো বন্ধ হয়ে যাবে। নেশাদ্রব্য নিয়ে কেউ গাড়িতে উঠলে গাড়ি চালু হবেনা এবং কেউ নেশা করে গাড়িতে উঠলে গাড়িটি বন্ধ হয়ে যাবে।
চৌগাছা উপজেলা চত্বরে বসা বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় এরকম নানা উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে শিক্ষার্থীরা। যাতে অংশ নিয়েছে উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান।
ব্যতিক্রম এবং নতুন এসব উদ্ভাবন অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যান্য শিক্ষার্থীদেরও। দুই দিনব্যাপি এই মেলায় প্রদর্শন করা হচ্ছে শতাধিক প্রকল্প। মেলাটি চলবে আজ মঙ্গলবার পর্যন্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, এ ধরনের মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে একদিকে যেমন বিকাশ ঘটবে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার। অন্যদিকে বিস্তৃতি পাবে গবেষণামূলক কাজের।