চৌগাছায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতর
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা হিসাবে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসের হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কষি কর্মকর্তা মোসাব্বির হুসাইনের সভাপতিত্বে প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ রহিম প্রমুখ।
গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালিন পেয়াজ, মসুর, খেসারি ও অঢ়হ ডালের জন্য উপজেলায় মোট ৫ হাজার ৮শ’ ৬০ জনকে প্রণোদনার বীজ ও সার প্রদান করবে কৃষি বিভাগ।
এর মধ্যে হাইব্রিড জাতের শীতকালিন সবজির বীজ ও সার পাবেন ১ হাজার ৪’শ জন চাষী। শীতকালিন দেশি সবজির বীজ ও সার পাবেন ৪’শ ৯০ জন। গমের বীজ ও সার পাবেন ২’শ ৬০ জন, ভুট্রার বীজ ও সার পাবেন ৫০ জন। সরিষার বীজ ও সার পাবেন৩ হাজার ৩’শ জন, বাদামের বীজ ও সার পাবেন ১’শ ২০ জন, পেয়াজ খেশাড়ি ২০ জন এবং আঢ়হের বীজ ও সার পাবেন ৩০ জন চাষী।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.