Type to search

চৌগাছায় কাত্যায়নী পূজা

চৌগাছা

চৌগাছায় কাত্যায়নী পূজা

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছায় কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পলুয়া কালিতলা রাধাগোবিন্দ মন্দিরে গত ১১ নভেম্বর থেকে শুরু হয়ে রোববার সন্ধ্যায় বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি হয়।

পূজার সার্বিক তত্বাবধানে ছিলেন, মন্দির কমিটির সভাপতি ও পাশাপোল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সরজিৎ বিশ^াস, সহ-সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক গোকূল বিশ^াস। এছাড়া সার্বিক সহযোগিতা করেন ভীম বিশ^াস, অশোক বিশ^াস, চন্ডী বিশ^াস, ঠাকুর দাস, শ্যামল বিশ^াস, অসীম ব্যানার্জী, শিমুল বিশ^াস, সুব্রত বিশ^াস, শুধাংশ বিশ^াস, মানিক বিশ^াস, অরূপ বিশ^াস প্রমুখ।