শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
শোষিত-নিপীড়িত মানুষের বঞ্চনার ক্ষোভ দীপ্ত শিখার মতো জ্বলে উঠেছিল যার কণ্ঠে; সাম্প্রদায়িকতার পরিবর্তে অসাম্প্রদায়িকতা তথা মানবতার বাণী শুনিয়েছিলেন যিনি- সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে যশোরের চৌগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় চৌগাছা পাবলিক লাইব্রেরীর আয়োজনে লাইব্রেরী প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
চৌগাছা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবলিক লাইব্রেরীর সভাপতি ইরুফা সুলতানা।
চৌগাছা পাবলিক লাইব্রেরীর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুন শামীম আক্তার লিখনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরীর সহ-সাধারন সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক এ্যাডমিরাল আজিজুর রহমান, বিসিএস এ সুপারিশপ্রাপ্ত রায়হান উদ্দীন ও চৌগাছা সরকারি কলেজের প্রভাষক জাফর ইকবাল লিটন।
এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক অমেদুল ইসলাম, পাবলিক লাইব্রেরীর নির্বাহী সদস্য আলমগীর আলম, আক্তারুজ্জামান, কবি শাহিন মাহবুব প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। এসময় ডাঃ মিজানুর রহমান, প্রমিলা বালা ও ইসমত আরা এই সংগীত পরিবেশনে অংশ নেন। সংগীত পরিবেশন শেষে চিত্রাংকন প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইরুফা সুলতানা।
উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম ১৮৯৯সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ২৯ আগষ্ট পৃথিবীর মায়া ত্যাগ করে অসীমের পথে যাত্রা করেন প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.