শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের চৌগাছায় গলায় রশি দিয়ে লাবিব হাসান (২০) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাবিব হাসান বাদেখানপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও উপজেলার জিসিবি আদর্শ কলেজের বিজ্ঞান বিভাগের আইএ ২য় বর্ষের শিক্ষার্থী।
প্রতিবেশি ও স্বজনরা জানিয়েছেন, সে কিছু দিন যাবৎ তার পিতার নিকট একটি টার্স মোবাইল কিনে দেওয়ার জন্য দাবী করে আসছিলো। তার পিতা তাকে মোবাইল কিনে দিতে না চাইলে এনিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে অভিমান করে লাবিব নিজের ঘরের আড়ায় কাপড় দিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি জানতে পেরে প্রতিবেশিদের সহযোগীতায় রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি পায়েল হোসেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.