Type to search

চৌগাছায় করোনা আক্রান্ত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

চৌগাছা

চৌগাছায় করোনা আক্রান্ত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় করোনা আক্রান্ত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আমজাদ হোসেন (৭৫) মারা গেছেন। মঙ্গলবার দুপুর একটার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার ভাগিনা (বোনের ছেলে) হোমিও চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক খালেদুর রহমান।
খালেদুর রহমান জানান মামা ৮/১০ দিন ধরে ঠান্ডাজ¦র, কাশিসহ করোনা উপসর্গে ভুগছিলেন। পরে তিনি চৌগাছা হাসপতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং করেনা পজেটিভ হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি বিষয়টি নিশ্চিত করে বলেন গত ২৩ জুন তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে ২৪ জুনের পরীক্ষায় তার করোনা পজেটিভ হয়। তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন।