চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বিধিনিষেধ না মেনে দোকান খোলায় এক দোকানি এবং অপ্রয়োজনে ঘোরাঘুরি ও মাক্স ব্যবহার না করায় এক জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
শুক্রবার সকালে পৌর শহরের বিভিন্ন মার্কেটে এক ঘন্টা চালানো হয় এ ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিধিনিষেধ না মেনে দোকান খোলায় শহরের কাসারীপট্টির সুধীর এ্যালমনিয়ামের মালিক নিমাই সরকারকে ১ হাজার টাকা জরিমান করা হয়।
এদিকে অপ্রয়োজনে মুখে মাক্স না পরে ঘুরে বেড়ানোয় দায়ে নুর আলম (২১) নামে এক যুবককে ৫শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক বলেন, 'করোনা সংক্রমণ রোধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.