শ্যামল দত্ত(যশোর) চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় সঠিক প্রশিক্ষনার্থী নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি মবিলাইজেশন সভা করেছে ওয়েভ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সংস্থাটির চৌগাছা শাখার উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং, সুইং মেশিন অপারেশন, গ্রাফিক ডিজাইন ও ইলেকট্্িরক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেইনেন্স এর প্রশিক্ষনার্থী বাছাইয়ের জন্য এই কমিউনিটি মোবিলাইজেশন সভা করা হয়।
ওয়েভ ফাউন্ডেশন চৌগাছা শাখার ব্যবস্থাপক মাসুদ হাবিব উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার জগদীশপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান।
ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী নজরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন, সংস্থাটির জেষ্ঠ প্রোগাম অফিসার সোহান ইসলাম, ইউপি সদস্য শাহিনুর রহমান শাহিন প্রমুখ বক্তৃতা করেন।
জহির রায়হান জানান, এলাকার বেকারত্ব কমানোর জন্য সংস্থাটির উদ্যোগে আবাসিক ট্রেড সেন্টার খোলা হয়েছে। এতে তিনমাসের প্রশিক্ষণ দিয়ে আমরা বেকার যুবকদের চাকুরির ব্যবস্থা করে দেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.