চৌগাছায় এ্যাডমিরাল আজিজুর উদ্যোগে ১০০০জন সাধারণ মানুষের মাঝে মাংস বিতারণ

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় এ্যাডমিরাল আজিজুর রহমান স্বত্বা অধিকার জোসনা ইলেকট্রিক উদ্যোগে
ঈদ উল আযহা উপলক্ষে উপজেলার ১০০০ জন সাধারণ মানুষের মাঝে মাংস বিতারণ করা হয়েছে। ২৯ (শে জুন) সকাল ১০ টার সমায় এ্যাডমিরালের নিজ বাড়ির সামনে প্রতি বছরের ন্যায় গরিব মেহনতি অসহায় মানুষের সাথে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য
সাধারণ মানুষের মাঝে মাংস বিতারণ করার সমায় উপস্থিত উপজেলা পৌর প্যানেল মেয়র জোসনা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।