শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় শিমুল হোসেন (২৩) ছুরিকাগাত করে মোটরসাইকেল ছিনতাই । শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সারে ৭ টার সময় চৌগাছা -মহেশপুর রোডে উপজেলার হাজরাখানা যাত্রী ছায়নির পাশে বাস বাগানের সামনে ছুরিকাগাত করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।আহত শিমুল হোসেন আড়কান্দি গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে। ঘটনা বিবরণ যানাযায় শিমুল হোসেন তার নিজের একটি প্লাটোনা ১১০ সি সি মোটরসাইকেলটি নিয়মিত ভাড়া
চলাচল করে । সন্ধ্যা ৬ টার সময় আড়কান্দী থেকে অজ্ঞাত ২যুবক হাজরাখানায় যাওয়ার কথা বলে ভাড়া
নেয় পরবর্তীতে হাজরাখানা যাত্রী ছাউনির সামনে আসলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বনলে কর্তব্যরত ডাক্তার বিএম শামছুর রহমান বলেন আহত বেক্তির ধারালো অস্ত্র দিয়ে নাকের উপর ও পিঠে আঘাত দিয়ে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনাটি সত্য নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.