Type to search

চৌগাছায় এক বৃদ্ধ’র রহস্যজনক মৃত্যু

চৌগাছা

চৌগাছায় এক বৃদ্ধ’র রহস্যজনক মৃত্যু

 

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় হাশেম গাজী (৭০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) উপজেলার ধুলিয়ানী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য রাকিব হোসেন তিনি জানান, হাশেম গাজী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তার ৪ ছেলে ঢাকায় চাকরি করে, হাসেম গাজীর স্ত্রী নুর জাহান বেগম ২ দিন আগে বাপের বাড়ি ধান গুছাতে গিয়েছে,তিনার মেয়ে ফতেমা পাশের গ্রামেই বিয়ে হয়েছে। ২দিন আগে দুপুরে খাবার দিতে গিয়েছে পরে আর খোঁজ খবর নেয়নি। এলাকার লোকজন দুপুরে মৃত অবস্থায় পড়ে মরে থাকে । এলাকার লোকজন উদ্ধার করে মৃত হাসেম গাজী কে দাফন কাফন সম্পন্ন করে। দশপাকিয়া ফারীর ইনচার্জ খোরশেদ আলম বলেন হাসেম গাজীর দীর্ঘদিন অসুস্থ ছিল তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাটি সত্য।