Type to search

চৌগাছায় একরাতে ৩টি ট্রান্সফর্মা চুরি

অন্যান্য

চৌগাছায় একরাতে ৩টি ট্রান্সফর্মা চুরি

চৌগাছায় একরাতে ৩টি ট্রান্সফর্মা চুরি !
শ্যামল দত্ত চৌগাছা (যশোর)প্রতিনিধি ঃ
যশোরের চৌগাছায় একটি নলক‚পের তিনটি ট্রান্সফর্মা চুরি হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার পাশাপোল ইউনিয়নের মৎসরাঙ্গা গ্রামের মাঠে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নলক‚পের মালিক আহসান হাবিব চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নলক‚পের মালিক আহসান হাবিব জানান, চোরেরা গভীর রাতে পাশাপোল ইউনিয়নের মৎসরাঙ্গা গ্রামের মাঠ থেকে আমার নলক‚পের তিনটি ট্রান্সফর্মা চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। প্রতিদিন আমরা পাহারা দিয়ে থাকি। ঘটনার দিন আবহাওয়া (বৃষ্টি) হওয়ায় রাত ১২ টার দিকে বাসায় চলে আসি। পরে সোমবার সকালে মাঠে গিয়ে দেখি তিনটি ট্রান্সফর্মা চুরি হয়ে গেছে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আহসান হাবিব চৌগাছা পৌর শহরের বিশ্বাসপাড়ার বাসিন্দা।

যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ চৌগাছা জোনাল অফিসের ডিজিএম আরিফুল কবির মুহাম্মদ শোয়ায়েব বলেন, ট্রান্সফর্মা চুরির ঘটনাটি খবর পেয়ে আমরা সেখানে সরজিমিনে গিয়েছিলাম। দুঃখ জনক হলেও সত্য এ অঞ্চলে ট্রান্সফর্মা চুরির ঘটনা বেশী। নলক‚পের মালিকদেরকে পাহারা জোরদার করতে হবে। সে সাথে পুলিশ প্রশাসন তৎপরতা দেখালে প্রতিরোধ করা সম্ভব হবে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।