চৌগাছায় উদীয়মান সাধু সংঘের প্রতিষ্ঠানা বার্ষিকী উপলক্ষে সংগীত অনুষ্ঠান

শ্যামল দত্ত চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় উদীয়মান সাধু সংঘের ৩ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সাধু সংঘ ও বাউল সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৫ টার সময় বাজারে কাঁচামাল হাটে মাঠ প্রাঙ্গণে উদীয়মান
সাধু সংঘের আয়াজোনে অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন উদীয়মান সাধু সংঘের উপজেলা কমিটির সভাপতি জুমারুল ইসলাম, সহ-সভাপতি হারুন অর রশিদ,মাহাবুর রহমাসন,টিপু সুলতসন, সাধারণ সম্পাদক নূরনবী, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক অধির পাল,কোষাধক্ষ্য রহমত আলী,সংস্কৃতি সম্পাদক কুদ্দুস বয়াতি, সদস্য মশিশার ভান্ডারী।দেহতত্ত্ব সংগীত ও বাউল গান পরিবেশন করেন রেশমা সরকসর,মিঠু সরকার, ইকবসল হোসেন,অন্তর পাল,লালন কন্যা সুরাইয়া আক্তার, মোহনা খাতুন,বাউল মঙ্গল প্রমুখ।