Type to search

চৌগাছায় উদীয়মান সাধু সংঘের প্রতিষ্ঠানা বার্ষিকী  উপলক্ষে সংগীত  অনুষ্ঠান

চৌগাছা

চৌগাছায় উদীয়মান সাধু সংঘের প্রতিষ্ঠানা বার্ষিকী  উপলক্ষে সংগীত  অনুষ্ঠান

শ্যামল দত্ত চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় উদীয়মান সাধু সংঘের ৩ তম  প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে  সাধু সংঘ ও বাউল সংগীত  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৫ টার সময় বাজারে  কাঁচামাল হাটে মাঠ প্রাঙ্গণে  উদীয়মান
সাধু সংঘের আয়াজোনে অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন  উদীয়মান সাধু সংঘের উপজেলা কমিটির  সভাপতি  জুমারুল ইসলাম, সহ-সভাপতি হারুন অর রশিদ,মাহাবুর রহমাসন,টিপু সুলতসন, সাধারণ সম্পাদক নূরনবী, যুগ্ন সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক অধির পাল,কোষাধক্ষ্য রহমত আলী,সংস্কৃতি সম্পাদক কুদ্দুস বয়াতি, সদস্য মশিশার ভান্ডারী।দেহতত্ত্ব সংগীত ও বাউল গান পরিবেশন করেন  রেশমা সরকসর,মিঠু সরকার, ইকবসল হোসেন,অন্তর পাল,লালন কন্যা সুরাইয়া আক্তার, মোহনা খাতুন,বাউল মঙ্গল প্রমুখ।