শ্যামল দত্ত (যশোর)প্রতিনিধিঃ
শনিবার সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোরের চৌগাছা শাখা সংসদের আয়োজনে উদীচীর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা শাখা সংসদের পক্ষে বাজার প্রদক্ষীন করে চৌগাছার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমালা অর্পন করা হয়।পরবর্তীতে চৌগাছা পাবলিক লাইব্রেরীর মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠী শাখা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে বক্তব্য দেন সহ সভাপতি কবি শাহীন মাহবুব, ডাঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শাহীন মাহমুদ, সম্পাদক মন্ডলীর সদস্য, প্রমীলা বালা,আক্তারুজ্জামান, ইসমেতারা বেগম, মামুন শামীম আক্তার লিখন, নির্বাহী সদস্য কবি আবু জাফর, সমরেশ মজুমদার, আল আমীন,রনজিৎ সহ চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠী সকল সদস্য ও সুধিজন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা শাখা সংসদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.