চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা গ্রুপের ডিলার আজিজুর রহমান এ্যাডমিরালের জোসনা ইলেক্ট্রনিক্সের উদ্যোগে চৌগাছা পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় তিন হাজার পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিচ ও বোরখা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় পৌরসভার ৬নং ওয়ার্ডে আজিজুর রহমান এ্যাডমিরালের নিজ বাসভবনে এই শাড়ি, লুঙ্গি, থ্রি-পিচ ও বোরখা বিতরণ করা হয়।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মনু মুন্সির সভাপতিত্বে এবং চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, এ্যাডমিরালের বোন সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবমহিলালীগের সহ-সভাপতি জোসনা খাতুন, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতি ও চৌগাছা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আজিজুর রহমান এ্যাডিমরালের মেয়ের শ^শুর (বেয়াই) হাজী ইবাদৎ হোসেন, মেয়ের জামাই অ্যাডভোকেট ইকবল কবির অভি, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান থেকে পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় তিন হাজার নারী ও পুরুষকে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিচ ও বোরখা প্রদান করা হয়।
এ বিষয়ে আজিজুর রহমান এ্যাডমিরাল বলেন সৃষ্টিকর্তা আমাকে যথেষ্ট দিয়েছেন। ঈদ উল ফিতরে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরই এভাবে মানুষের জন্য যতটুকু সম্ভব করে থাকি। এবছরও চেষ্টা করেছি মহামারির এই সময়ে কর্মহীন মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য। ইনশাআল্লাহ আগামীতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.