চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় ৩০ পিণ ইয়াবা বড়িসহ আলী হোসেন (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলী হোসেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বড়কাকুড়িয়া গ্রামের বাসিন্দা।
শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কাকুড়িয়া গ্রামের তাঁর নিজস্ব মুদি দোকান থেকে গ্রেপ্তার করে চৌগাছা থানার এসআই বিপ্লব সরকারের নেতৃত্বে পুলিশ। এসময় তার কাছ থেকে ত্রিশটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আলী হোসেন চিহ্নিত মাদককারবারি। এর আগে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছে। তাঁর নামে চৌগাছা থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যেমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

