চৌগাছায় ইউপি চেয়ারম্যানের ও সমাজ সেবা অফিসের অর্থায়নে ভ্যান পেল প্রতিবন্ধী আব্দুস সাত্তার
শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছার প্রতিবন্ধী আব্দুস সত্তার (২২)। ছোটবেলায় হেটে চলে বেড়াতে পারতো। সাত্তারের বয়স যখন ৫/৭ বছর, তখন সে অসুস্থ হয়। দিন মজুর পরিবারের ছোট্ট সাত্তার যে পোলিও আক্রান্ত হয়েছে এটাও বুঝতে পারে না বাবা-মা। এক পর্যায়ে সাত্তার প্রতিবন্ধী হয়ে যায়। দুই পা ছেচড়ে হাটতে হয় তাকে।
তবে প্রতিবন্ধী সাত্তার পরিবারের বোঝা হয়ে থাকতে চায়নি। যুবক সাত্তার গ্রামের বিত্তবানদের সহায়তা নিয়ে গ্রামে একটি চায়ের দোকান করে। তবে দোকান চালাতে গিয়ে পড়তে হয় নানা বাধার মুখে। চা-সিগারেট বাকিতে খেয়ে টাকা দিতে চায়না ক্রেতারা। একপর্যায়ে বাকি টাকা চাওয়ায় ওইসব ব্যক্তিরা সাত্তারের চায়ের দোকানটি উঠিয়ে দেয়। আবার বেকার হয়ে পড়ে সাত্তার। ভিক্ষায় নেমে পড়ার অবস্থা হয় তার।
অবশেষে স্মরণাপন্ন হয় প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের। সাত্তারের দাবি তাকে একটা ইঞ্জিন ভ্যানের ব্যবস্থা করলে সে ভ্যানে করে সবজি বা ছোট কোন ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারতেন। প্রেসক্লাব সেক্রেটারীর প্রচেষ্টায় উপজেলা সমাজসেবা অফিস সাত্তারকে একটি ভ্যান ক্রয়ের জন্য ২০ হাজার টাকা প্রদান করে। তবে দুই পা অকেজো সাত্তারের পক্ষে ভ্যানে প্যাডেল করে চালানো অসম্ভব। পরে সেক্রেটারির আহবানে সাড়া দিয়ে সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক আরও দশ হাজার টাকা সহায়তা দিয়ে সাত্তারকে একটি ইঞ্জিন ভ্যানের ব্যবস্থা করা হয়।
রোববার দুপুর সাত্তারের কাছে ভ্যান হস্তান্তরের সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, যু্ব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র, সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রুমখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.