Type to search

চৌগাছায় ইউনিয়ন পর্যায় মৎস্য চাষিদের ২দিন ব্যাপি পশিক্ষণ

চৌগাছা

চৌগাছায় ইউনিয়ন পর্যায় মৎস্য চাষিদের ২দিন ব্যাপি পশিক্ষণ

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়)(২য় সংশোধিত) এর আওয়াতায় আরডি ও এফ এফদের প্রথম ধাপের প্রশক্ষণ প্রদান করেন।২৪ ও ২৫ মে সোমবার ও মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্যচাষিদের ২দিন ব্যাপি কার্প মিশ্র,কার্প নার্সারী ,পাবদা,শিং মাগুর, তেলাপিয়া, পাঙ্গাস মিশ্র মাছ চাষের ৩৬ জনের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের উপ প্রকল্প পরিচালক লুকাস সরকার,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি,মৎস্যচাষিদের প্রশিক্ষনদেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহ্জাহান সিরাজ,সহকারী মৎস্য কর্মকর্তাহরিদাস কুমার দেবনাথ,ক্ষেত্র সহকারী মিজানুর রহমান,সৌভিক রায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *