Type to search

চৌগাছায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস ২০২৩ উপলক্ষে মানববন্ধন

ঝিকরগাছা

চৌগাছায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস ২০২৩ উপলক্ষে মানববন্ধন

চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় আন্তর্জাতিক বৈষম্যে বিলোপ দিবস  উপলক্ষে  মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে  । মঙ্গলবার  সকাল ১১ টার সময়ে বাংলাদেশ  দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বি ডি ই আর এম) চৌগছা কমিটির আয়োজনে জাত- পাত ও পেশাভিত্তিক বৈযম্য প্রতিরোধে  জাতীয় সংসদে উত্থাপিত বৈযম্য বিরোধী বিল ২০২২ অবিলম্বে পাশ করতে হবে এই দাবিতে  ভাস্কর্য  মোড়ে  এক মানববন্ধনে উপস্থিত ছিলেন অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক  শোভা রানী বাড়ই, চৌগাছা  বি ডি ই আর এম এর সভাপতি ডাঃ প্রকাশ চন্দ্র বিশ্বাস, উপদেষ্টা  সাংবাদিক  শ্যামল দত্ত, অশ্রুমোচন অবস্থার  প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন, কোর্ডিনেটর সুমিত্রা সরকার, বি ডি ই  আর এম এর  সদস্য সদয় দাশ,সুনিতা দাশ, মিঠুন দাশ,পূর্ণিমা দাশ, সাধনা রানী, আল্পনা মজুনদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে এক বক্তব্যই বলেন জাতপাত পেশাভিত্তিক  বর্ণবৈষম্য নির্মূল করার লক্ষ্যে  ধর্ম বর্ণ নির্বিশেষে  কাধে কাধ মিলিয়ে সকলে এক হয়ে কাজ করতে হবে। তাহলে সমাজ থেকে সকল ভেদাভেদ বৈষম্য সকল নাগরিকের সমঅধিকার নিশ্চত হবে।