চৌগাছায় আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস পালিত

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছায় ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১ টায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চৌগাছা উপজেলা শাখার আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে বৈষম্য বিলোপ আইন”দ্রুত প্রণয়ন ও আদমশুমারী-২০২১ এ দরিতজনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ ও আন্তর্ভূুিত্তর দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চৌগাছার সভাপতি প্রকাশ দাস, সহ-সভাপতি পদ্মা রাণি মালো, জেলা কমিটির সদস্য নিতাই সরকার, যুগ্ম সম্পাদক সাধন কুমার দাস, উপদেষ্টা শ্যামল দত্ত, সদস্য কিরন দাস, মিনতি দাস, অসিত দাস, মাধব দাস, অশ্রু মোচন সংস্থার প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন প্রমুখ।