চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় শহিদুল ইসলাম (৫০) নামে একব্যক্তি আত্মহত্যা চেষ্টার ৪দিন পর মারা গেছেন। তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত বুধবার (২৫আগস্ট) বিকেলে তিনি আগাছা নাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাকে ওয়াস করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ঢাকায় নেয়ার পথে শনিবার সন্ধ্যায় খুলনার ফুলতলা এলাকায় পৌছলে তাঁর মৃত্যু হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.