চৌগাছায় আটানব্বই ব্যাচ ঈদুল ফিতারে মিলন মেলা অনুষ্ঠিত

শ্রামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ চৌগাছায় আটানব্বই ব্যাচের ঈদুল ফিতার উপলেক্ষ মিলন মেলা অনুষ্ঠিত হয়।১৪ মে রোজ শুক্রবার বিকাল ৫ টায় সময় ডিভাইন সেন্টার আটাব্বই ব্যাচ ঈদুল ফিতার মিলন মেলায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট্য ব্যবসায়ী জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্যামল কুমার দত্ত,আলী কদও মৃধা,আলমগীর ,নুরুল ইসলাম,সিরাজুল ইসলাম,পলাশ মৃধা,খাজা বিদ্যুৎ হোসেন,অভিজিৎ কুমার রায়,মনিরুল ইসলাম(সাগর),মাসুম বিল্লাহ (শিমুল),একরামুল হক,জাকির হোসেন প্রমুখ।