চৌগাছায় আগাছা বিশ পান মৃত

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় আগাছা নাশক পান করে টিটন (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) রাতে যশোর জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।টিটন উপজেলার নারয়ণপুর ইউনিয়নের চাদপাড়া গ্রামের আব্দুল আজিদের ছেলে।
টিটনের স্বজনরা জানিয়েছেন টিটন মানষিক রোগী ছিল। রবিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে চাঁদপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন কাপন সম্পন্ন হয়।