চৌগাছায় অসহায় নৈশ প্রহরীকে টিন কিনে দিলেন ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় রেজাউল ইসলাম নামের এক অসহায় নৈশ প্রহরীকে নিজস্ব তহবিল থেকে টিন কিনে দিয়েছেন সিংহঝুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ টিন তাকে হস্তান্তর করা হয়।
জাউল ইসলাম উপজেলার জগদীশপুর গ্রামের বাসিন্দা এবং গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী।
জানা যায়, দরিদ্র এই মানুষটির থাকার ঘরের টিন নেই দাবি করে তিনি গত সপ্তাহে আসেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার কাছে। কিন্তু সরকারি ত্রাণের টিন না থাকায় তাকে টিন দেয়া যাচ্ছিলো না। এসময় নির্বাহী কর্মকর্তার অফিসে কাজে আসা সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক সহযোগিতায় এগিয়ে আসেন। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা ওই নৈশ প্রহরীকে দিতে চান। তখন ইউএনও ইরুফা সুলতানা পরামর্শ দেন ওই ব্যক্তিকে টিন কিনে দেবার জন্য। পরে রেজাউল করিম চেয়ারম্যানের কাছে মোবাইলে জানান ‘একটু ভালো মানের দুই বান টিন’ দিতে হবে। বৃহস্পতিবার (৫জানুয়ারী) দুপুরে দশ হাজার টাকা ব্যয়ে দুইবান গ্যালকো গ্যালভানাইজ টিন কিনে উপজেলা পরিষদে নিয়ে আসেন চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু এবং ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক টিনগুলি রেজাউল ইসলামের হাতে তুলে দেন।