Type to search

চৌগাছায় অসহায় গার্মেন্টস কর্মীর শিশুর গর্তের পানিতে ডুবে মৃত্যু

চৌগাছা

চৌগাছায় অসহায় গার্মেন্টস কর্মীর শিশুর গর্তের পানিতে ডুবে মৃত্যু

চৌগাছা যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় ধান সিদ্ধ করা পানির টপের ভিতর পড়ে খাদীজাতুল কোবরা (৩) বছরের শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ জুন) সকাল সাড়ে ৭ টার সময় নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। মৃত শিশু মাশিলা গ্রামের গার্মেন্টস কর্মী ফতেমার মেয়ে। ফাতেমা একজন স্বামী পরিত্যক্ত।

ঘটনা বিবরনে জানা যায়, সকালে খাদীজার মা ঘুমানো অবস্থায় রেখে প্রতিদিনের ন্যায়
গার্মেন্টসের কর্মস্থলে গিয়েছিল। বাড়ির ধান সিদ্ধ করার জন্য বাড়ির ভিতর মাটিতে গর্ত করে পানির টপ বানিয়েছিল। সেই পানির টপের মধ্যে শিশু মেয়ে খেলার ছলে ওই টপের পানির ভিতরে পড়ে যাই। পরিবার লোকজন পানি টপের ভিতরে থাকা শিশু বাচ্ছা খাদীজাকে উদ্ধার করে সকাল ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে ঘটনাটি সত্য। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।