Type to search

চৌগাছায় অর্ধশতবর্ষী বটগাছ কেটে ফেললেন ওয়ার্ড বিএনপির সভাপতি, এলাকাবাসীর তীব্র ক্ষোভ

চৌগাছা

চৌগাছায় অর্ধশতবর্ষী বটগাছ কেটে ফেললেন ওয়ার্ড বিএনপির সভাপতি, এলাকাবাসীর তীব্র ক্ষোভ

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় অর্ধশতবর্ষী একটি সরকারি বটগাছের গুরুত্বপূর্ণ অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে বিএনপির এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীঘলসিংহা গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন নিজের জমিতে গাছের ডালপালা পড়ার অজুহাতে এই প্রাচীন বৃক্ষটির প্রায় অর্ধেক কেটে ফেলেন। এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে বুধবার (২ ১মে) বিকেলে মশ্যমপুর দর্গাতলা মাঠ এলাকায় গিয়ে দেখা যায়, কাটা গাছের ডাল ও গুড়ি এখনও মাঠে পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, প্রায় ১৭ শতক সরকারি জমির ওপর বিস্তৃত ছিল এই বটগাছটি। এক সময় এই গাছের ছায়াতলেই স্থানীয়রা ঈদের নামাজ আদায় করতেন।

গ্রামের বাসিন্দা রাজু হোসেন, আবু বকর, মুনতাজ আলী ও মালেক হোসেন জানান, ১০-১২ দিন আগে নূর হোসেন নিজের জমিতে গাছের ছায়া পড়ার অজুহাতে শ্রমিক এনে গাছের বড় অংশ কেটে ফেলেন। পরে কাটা ডাল ও গাছের গুড়ি গাড়িযোগে বাড়িতে নেওয়ার চেষ্টাও করেন তিনি। কিন্তু স্থানীয়দের বাধার মুখে পড়ে সেগুলো মাঠেই ফেলে রেখে চলে যান।

এ ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা বলেন, “এই গাছটি আমাদের গ্রামের ঐতিহ্য। প্রভাব খাটিয়ে কেউ এমন কাজ করতে পারে না। আমরা এ ঘটনার বিচার চাই।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”