চৌগাছায় অভিভাবক সমাবেশ

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছার সৈয়দপুর-কোটালীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে স্কুলের সম্মেলন কক্ষে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানেফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিদ্যুৎসাহী সদস্য জহুরুল ইসলাম, অভিভাবক সদস্য শরিফুল ইসলাম, মিলন হোসেন, মতিয়ার রহমান, মফিজুর রহমান ও সাইদুর রহমান, শিক্ষক প্রতিনিধি মুরাদ আলী, দাতা সদস্য লিয়াকত আলী, শিক্ষক প্রতিনিধি কে.এম জিল্লুর রহমান ও রেকসোনা খাতুন।
এছাড়াও কয়েকজন অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তৃতা করেন।