শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির কবলে রাজিব হোসেন(৩৬) কাছ থেকে ৬৫০০০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর টার সময় বাসের ভিতরে দুর্ঘটনাটি ঘটে। সে ঝিনেয়দাায় জেলা মহেশপুর উপজেলা একতারপুর গ্রামের শফিকুল ইসলাম ছেলে। ঘটনা বিবরণে জানা যায় বেলা ১২ টার সময় কোটচাঁদপুর ব্যাংক থেকে চেক এর মাধ্যমে থেকে ৬০০০০/- উত্তোলন করে ও নিজের কাছে ৫০০০/-টাকা মোট ৬৫০০০/- টাকা কোটচাদঁপুর হতে চৌগাছা যাওয়ার৷পথে অজ্ঞান পার্টির লোকজন টার্গেট করে খাবারের সাথে কিছু খায়ে টাকা পয়সা সর্বোচ্চ লুট করে চৌগাছা বাজারের সাথে কপোতক্ষী নদের পাশেে ফেলে রাখে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ২টার সময় পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি করেন ইমারজেন্সি কর্তব্যরত ডাক্তার ভর্তি করেন। ইমারজেন্সি কর্তব্যরত
ডাক্তার লুৎফুন্নেছা লতা বলেন অজ্ঞান অবস্থায় রোগী পাওয়া গিয়েছে। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.