শ্যামল দত্ত, চৗেগাছা থকেঃেযশোরের চৌগাছার স্বরূপদাহ ইউপির এক হাজার পঞ্চাশ ব্যাক্তিকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। করোনা ভাইরাসের কারনে কর্মহীন এসব মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই খাদ্য সহায়তা দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে স্বরূপদাহ ইউনিয়ন পরিষদ চত্বরে এই খাদ্য সহায়তা বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সাধন চন্দ্র, ইউপি সদস্য জাকির হোসেন, হাফিজুর রহমান, রেশমা খাতুন, আমেনা খাতুন, রহিমা খাতুন, আব্দুল মান্নান, সুফিয়া খাতুন, ফখরুল ইসলাম, শাহাজালাল হোসেন ও শিমুল হোসেন। এসময় এক হাজার ৫০ ব্যক্তির প্রত্যেককে ১০ কেজি করে চাল ও নগদ ৪০ টাকা করে বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.