শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের সীমান্ত উপজেলা চৌগাছায় বিষধর সাপের দংশনে ববিতা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস রায় বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ববিতা খাতুন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জেমস বিশ্বাসের স্ত্রী।
জেমস বিশ্বাস বলেন, ‘প্রতিদিনের মতো স্ত্রী-সন্তান নিয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। ভোর ৪টার দিকে একটি বিষধর সাপ আমার স্ত্রী ববিতার ডান হাতে দংশন করে। বুঝতে পেরে তাৎক্ষণিক ববিতাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সাপের কামড়ের ঔষধ না থাকায়। সেখানে অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে ববিতার (২৮ এপ্রিল) মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস রায় বলেন, সাপের কামড়ের রোগী ববিতা খাতুনকে ভোর সকালে ৬টা ২৬ মিনিটে ভর্তি করে তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে পাঠাই। সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.