চৌগাছার পত্রিকা এজেন্ট সাঈদুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
দেশের বিভিন্ন পত্রিকার যশোরের চৌগাছা উপজেলার একমাত্র এজেন্ট মাওলানা সাঈদুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০১৯ সালের ৫ অক্টোবর তিনি ৭৬ হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর ইবনেসিনা হাসপাতালে মারা যান। তিনি ১৯৬৭ সাল থেকে চৌগাছার একমাত্র পত্রিকা এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বলে জানান মরহুমের মেঝ ছেলে ও বর্তমানে তার ব্যবসার পরিচালক দেওয়ান শফিকুল ইসলাম।
তিনি জানান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সোমবার বাদ জোহর তার নিজ গ্রাম পৌরসভার ইছাপুর দেওয়ান পাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আলাউদ্দিন। এসময় মরহুমের পুত্র-কন্যা-জামাতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।