চৌগাছার কৃতী সন্তান নাঈমুর রহমান শুভ সাবাতের( ফ্রেন্স কিকবক্সিং ) জাতীয় দলের খেলোয়ার

শ্যামল দত্ত (চৌগাছা) যশোর ঃ যশোরের চৌগাছার কৃতি সন্তান নাঈমুর রহমান শুভ সারাতের(ফ্রেন্স কিকবক্সিং) জাতীয় দলের খেলোয়ার হিসেবে দীর্ঘ ৪ বছর প্রণামের সাথে খেলা করছেন। তিনি টানা ৪ বারের জাতীয় চ্যাম্পিয়ন (গোল্ড মেডালিস্ট) । একবার এশিয়ান সিলভার মেডালিসট, একবার ভিয়েতনামে অনুষ্ঠিত বিশ্বকাপে দেশ কে প্রতিনিধিত্ব করেন। তিনি আগামী জুন মাসে ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে বাংলাদেশ কে প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আনসার বাহিনী সাবাতে দলের একজন খেলোয়াড়।