চৌগাছায় ৬৩ টি মোটরসাইকেল জব্দ

চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ
চৌগাছায় জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মেহেদী হাসানের নেতৃত্বে ৬৩ টি মোটরসাইকেল জব্দ করেন।
রবিবার (২৭ নভেম্বর) বাজারের মেইন স্টান্ড গুলোতে ও অলিগলিতে ট্রাফিক পুলিশের নেতৃত্বে ৬৩ টি মোটরসাইকেল শব্দ করেন। যশোর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান বলেন যাদের মোটরসাইকেলে নিবন্ধন ,হেলমেট , ড্রাইভিং লাইসেন্স নেই তাদের মোটরসাইকেল জব্দ করাহছে। চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই জারফিন বলেন ট্রাফিক পুলিশ ৬৩ টি মোটরসাইকেল জব্দ করে থানার হেফাজতে দিয়েছে।